মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সানজিদা আক্তার রুপাকে (৩০) যৌতুকের দাবিতে কুপিয়ে জখম করেছে স্বামী।
এ ঘটনায় আহতের বাবা বাদী হয়ে বুধবার সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেছেন। আহত সানজিদা নাটেশ্বর গ্রামের মো. সমন খানের মেয়ে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের স্বামী মশিউর রহমান মোক্তার (৪২) এ ঘটনা ঘটায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ বছর যাবৎ পাষণ্ড স্বামী মোক্তার অত্যাচার-নির্যাতন করে আসছে। পারিবারিক ও সামাজিকভাবে নানা সময়ে বিচার সালিস করে বিভিন্ন কাজের জন্য আর্থিক সাহায্যে করা হয় তাকে। তারপরও অত্যাচার থেকে রক্ষা পাননি শিক্ষিকা সানজিদা।
ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে বুধবার সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার পর পাষণ্ড স্বামী গাঢাকা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, তার পিঠে, কাঁধে ও বাম হাতে ধারালো অস্ত্রের ৮টি আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, এখন তিনি আশঙ্কামুক্ত।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, শিক্ষিকার বাবা সমন খান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি