প্রশাসনে বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন পদোন্নতিপ্রাপ্ত এক অতিরিক্ত সচিবকে পূর্বের পদে পদায়ন (ইনসিটু) করা হয়েছে। তিনি হলেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রজেক্টের যুগ্ম-প্রোগ্রাম পরিচালক রতন কুমার রায়। সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপসচিব আব্দুল আলীম খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্তি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া নোয়াখালী ইঞ্জিনিয়ারিং কলেজের প্রজেক্ট পরিচালক হিসেবে বদলির আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. শামসুল আলমকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ জেলা পরিষদের সচিব (উপসচিব) মো. আবদুল আউয়াল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. মাহবুবুর রহমান ফারুকীকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম সরদারকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম লোকমানকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।এ দিকে সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কায়কোবাদ খন্দকার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (ডাক) ক্যাডারের কর্মকর্তা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল বেগম উম্মে কুলসুমকে তার বর্তমান প্রেষণ পদ হতে প্রত্যাহারপূর্বক নিজ কর্ম-অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের নিমিত্তে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।বিএ/আরআইপি