দেশজুড়ে

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের কর্মীসহ আটক ৬৫

সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীসহ ৬৫ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে, সাতক্ষীরা সদর থানার ২২ জন, কলারোয়া থানার ১০ জন, তালা থানার ৬ জন, কালিগঞ্জ থানার ৭ জন, শ্যামনগর থানার ৭ জন, আশাশুনি থানার ৭ জন, দেবহাটা থানার ৩ জন ও পাটকেলঘাটা থানার দুইজনকে ও ডিবি পুলিশ একজনকে আটক করে।

জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম