দেশজুড়ে

শিবগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার বন্দরে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে সকল আসবাবপত্র পুকুরের পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠাণ্ডা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়াসহ আটজনের নাম উল্লেখ করে ২২ জনকে আসামি করা হয়েছে।

বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাদশা, রবিউল, শিমুল, মান্নানসহ ২০/২২ জনের একটি সন্ত্রাসীদল পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বিহার বন্দরে ত্রাস সৃষ্টি করে। পরে তারা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে চেয়ার টেবিলসহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে পাশের পুকুরের ফেলে দেয়। এসময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। ঘটনার সময় কয়েকটি ককটেল নিক্ষেপ করা হলেও তা বিস্ফোরণ হয়নি।

অভিযুক্ত বাদশা মিয়া ঘটনার সত্যতা অস্বীকার করে জানান, গত দেড় মাস ধরে আমি এলাকায় নেই। মামলার বাদী নিজেদের লোক দিয়ে এ ঘটনা ঘটিয়ে আমাকে এবং আমার সমর্থকদের ওপর দোষ চাপাচ্ছে। এ বিষয়ে তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা জানান, বিহার বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (আপারেশন) জাহিদ হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লিমন বাসার/আরএআর/জেআইএম