দেশজুড়ে

প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বসনিটোলা গ্রাম থেকে শুক্রবার সকালে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কলেজছাত্র মাসুদ রানা (২১) একই উপজেলার বসনিটোলা গ্রামের লালমোহাম্মদের ছেলে। সে শিবগঞ্জ আদিনা কলেজের অনার্সের ছাত্র ছিল।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল জানান, কলেজছাত্র মাসুদ রানার সঙ্গে চামাভাষা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে বসনিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জয়তুন খাতুনের (১৬)  প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জয়তুন ফোন করে ওই ছেলেকে তাদের বাড়িতে ডাকে।

রাত সাড়ে ৩টার দিকে মাসুদ রানা অসুস্থ বলে তার পরিবারকে জানায় জয়তুনের বাড়ির লোকজন। খবর পেয়ে সেখানে গিয়ে তারা তাকে মৃত দেখতে পায়।

তারা এ বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার সকাল ৯টায় মাসুদ রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মাসুদ রানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় গ্রেফতার ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্দুল­াহ/এফএ/এমএস