সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে হাওরের হাতিরগাতা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
তারা হলেন, তাহিরপুর উপজেলার রতনপুর গ্রামের হযরত আলী ও একই উপজেলার লাকমা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন। পুলিশ সুপার বরকতুল্লাহ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার বিকেলে হাওর সংলগ্ন রংচী গ্রামের সামনে থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হলো।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও সংলগ্ন শিববাড়িতে বাসন্তী পূজা উপলক্ষে ৭/৮ জন ব্যবসায়ী বারণি মেলায় মিষ্টির দোকান নিয়ে যাওয়ার পথে হাতিরগাতা এলাকায় ঝড়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়ে যান চারজন।
রাজু আহমেদ রমজান/এআরএ/এমএস