দেশজুড়ে

সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কলারোয়া উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশরাফ হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের পাঁচপোতা গ্রামের বাসিন্দা।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আশরাফ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাসহ একাধিক মামলা রয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস