দেশজুড়ে

ঝিনাইদহে ৬ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার মহেশপুর পুড়াপাড়া কাঠগড়া হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত ছাত্ররা হলো- ভকেশনাল শাখার (বিএম) পরীক্ষার্থী বিপ্লব কুমার, শফিউজ্জামান, জহুরুল ইসলাম, তমাল বিশ্বাস, সাইফুল ইসলাম ও তারেকুজ্জামান।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, শনিবার ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় বহিষ্কৃত ছয় শিক্ষার্থী নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এরপর তাদের হাতে-নাতে আটক করে বহিষ্কার করা হয়।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম