দেশজুড়ে

লক্ষ্মীপুরে জঙ্গিবিরোধী শপথ নিলো শিক্ষার্থী-অভিভাবক

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে নিয়ে জঙ্গিবাদবিরোধী সমাবেশ করা হয়েছে।

এ সময় সমাবেশে অংশ নেয়া প্রায় দুই হাজার মানুষকে জঙ্গিবিরোধী শপথবাক্য পাঠ করান বাংলাদেশ তরিকত ফেডারেশন মহাসচিব ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল।

শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটওয়ারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

কাজল কায়েস/এএম/জেআইএম