নওগাঁর ধামইরহাটে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক সহকারী গ্রন্থাগারিককে লাঞ্ছিত করেছে বখাটেরা। উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর উচ্চ বিদ্যালয়ে শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এদিকে, গ্রন্থাগারিককে লাঞ্ছিতের প্রতিবাদে গত দুদিন ধরে ওই বিদ্যালয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা । ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে ইমরান হোসেন ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আড়ানগর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৩) নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছে। গত ৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে আসার পথে ওই ছাত্রীকে একা পেয়ে ইমরান ও তার বন্ধুরা উত্ত্যক্ত করে । এ সময় বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক খুরশিদ আলম স্বপন তাদের বাধা দিলে তারা চলে যায়।
এরপর শনিবার বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে ইমরান ও তার বন্ধুরা মিলে আড়ানগর নূরানী মাদরাসার কাছে খুরশিদ আলমের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে এলোপাতারি মারপিট করা হয়। ঘটনার পর থেকে ইমরান হোসেন ও তার বন্ধুরা পলাতক রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে গত দুদিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। এর সুষ্ঠু বিচার না হলে অন্য ছাত্রীদেরও এ ধরনের সমস্যায় পড়তে হতে পারে।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া বলেন, এ বিষয়ে তিনি এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও শিক্ষককে মারপিটের ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্বাস আলী/আরএআর/জেআইএম