দেশজুড়ে

এনজিও কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই

লক্ষ্মীপুরের রামগঞ্জে এনজিও ‘বিজ’র মাঠ কর্মকর্তা ইউনুছকে গুলি করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে উপজেলার ভাদুরের মধ্য রাজারামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত ইউনুছ দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতনি গ্রামের আবদুস সাত্তার ছেলে। তার বাম পায়ে গুলি লেগেছে।

বিজের রামগঞ্জ শাখা ব্যবস্থাপক গাজিউল হক জানান, উপজেলার ভাদুর ইউনিয়নের মাঠ কর্মকর্তা ইউনুছ সকাল থেকে ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা উত্তোলন করে। কাজ শেষে বিকেলে তিনি মোটরসাইকেলে রামগঞ্জে আসছিলেন।

পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এসময় তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যাগটি না দিতে চাইলে দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ইউনুছকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) তোতা মিয়া জানান, ওনজিওর শাখা ব্যবস্থাপক বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এআরএ/জেআইএম