দেশজুড়ে

হাতিয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

নোয়াখালী হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। নিহত আশরাফ উদ্দিন যুবলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ও হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের একাংশ হাতিয়ার ওছখালীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষুদ্ধ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে এবং একটি বাড়িতে আগুন দেয়। বর্তমানে হাতিয়াতে উত্তেজনা বিরাজ করছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, যুবলীগ নেতার মৃত্যুতে মিছিল ও ভাঙচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ হাতিয়ার চর ঈশ্বরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময় হয়।

এ সময় চরঈশ্বরের বাসিন্দা ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন ও স্থানীয় যুবলীগ কর্মী রাসেল গুলিবিদ্ধ হন। এছাড়া অন্তত ১০ কর্মী আহত হন।

মিজানুর রহমান/এএম/জেআইএম