প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুর কৃষি ব্যাংকের দুই কর্মকর্তা ও সাত ব্যবসায়ীসহ নয়জনের বিরুদ্ধে সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর। রোববার ফরিদপুরের নগরকান্দা থানায় এই মামলাগুলো দায়ের করা হয়।
দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক দুটি মামলার বাদী। এছাড়া ওই কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবুল বাশার বাকি পাঁচটি মামলার বাদী হয়েছেন।
ব্যাংকের ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তার সঙ্গে যোগসাজসে সরকার অনুমোদিত নীতিমালা লঙ্ঘন করে টাকা আত্মসাত মামলায় আসামি দুই ব্যাংক কর্মকর্তা হলেন, কৃষি ব্যাংকের নগরকান্দার পুরপাড়া বাজার শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলাম ও ওই ব্যাংকের সহকারী ম্যানেজার মো. আব্দুর রহমান মিয়া।
এছাড়া আসামি সাত ব্যবসায়ী হলেন, নগরকান্দার পুরপাড়া ইউনিয়নের বেতাল গ্রামের মো. ফারুকুজ্জামান মোল্লা পাঞ্জু ও মো. খোকন মিয়া, পুরাপাড়া গ্রামের মো. আলমগীর হোসেন ও মো. মিজানুর রহমান খান, বড় কাজলী গ্রামের মো. কামাল হোসেন ও মো. মিরাজ কাজী এবং মেহেরদিয়া মজলিসপুর গ্রামের মো. মোশারেফ মোল্লা ও পুরপাড়া গ্রামের।
পুরপাড়া বাজার শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বর্তমানে সাময়িক বরখাস্ত আছেন। ব্যাংক কর্মকর্তা অপর আসামি মো. আব্দুর রহমান মিয়া বর্তমানে নগরকান্দা উপজেলার লস্করদিয়া কৃষি ব্যাংক শাখায় দ্বিতীয় কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
গত ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ওই সাত ব্যবসায়ী ওই ব্যাংকের ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তার সঙ্গে যোগ সাজসে সরকার অনুমোদিত নীতিমালা লঙ্ঘন করে সাত দফায় ১ কোটি ৮৬ লাখ, ৫৬ হাজার ৫৪৯ টাকা ঋণ হিসেবে উত্তোলন করে আত্মসাৎ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম নাসিম জানান, দুদক প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আত্মসাৎ, প্রতারণা ও প্রতারণায় সহযোগিতা করার অভিযোগে ওই দুই ব্যাংক কর্মকর্তা ও সাত ব্যবসায়ীর নামে মামলা দায়ের করেছেন।
এসএম তরুণ/এফএ/জেআইএম