ফেনীর শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের একটি ১০ তলা বাণিজ্যিক ভবনে ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে।ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক সানাউল হক জাগো নিউজকে জানান, শনিবার বেলা ১২টা ১৩ মিনিটে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ১০তলা বিশিষ্ট শাহ আলম টাওয়ারে ভূমিকম্পে তিন তলা থেকে ১০তলা পর্যন্ত ফাটল দেখা দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই টাওয়ারে অবস্থিত ব্যাংক বীমাসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।আকস্মিক ওই ঘটনায় ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, সদর ইউএনও পিকেএম এনামুল করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র মোসলেহ উদ্দিন বাদল।গণপূর্ত বিভাগের উপসহকারি প্রকৌশলী জুয়েল আহম্মদ জাগো নিউজকে জানান, ভবনের তৃতীয় তলা থেকে দশম তলা পর্যন্ত ফাটল দেখা দিয়েছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক জাগো নিউজকে বলেন, পরিদর্শনে এবং প্রকৌশলীদের প্রাথমিক রিপোর্টে ভবনটি ঝঁকিপূর্ণ মনে হওয়ায় সিলগালা করে দেয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এমজেড/আরআই