জাতীয়

সিটি নির্বাচন : রাত থেকে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ

আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৫ এপ্রিল শনিবার রাত ১২টা থেকে ২৯ এপ্রিল বুধবার সকাল ৮ পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।এছাড়াও ২৭ এপ্রিল রাত ১২টা থেকে নির্বাচনের দিন ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সকল ধরণের যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। তবে এই আদেশের বাইরে থাকবে নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী জরুরি সেবাদানকারী যানবাহনগুলো রিটার্নিং অফিসারের অনুমতিক্রমে চলতে পারবে।ডিএমপি কমিশনার আরও বলেন, যারা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার নন, শুধুমাত্র প্রার্থীদের প্রচারণার জন্য ঢাকায় এসেছে তাদেরকেও ২৫ এপ্রিল রাতের মধ্যে মধ্যে ঢাকা ছাড়তে হবে।উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্টিত হবে।এআর/আরএস/আরআইপি