দিনাজপুরের বিরামপুরে নবীনুর ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ কুয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মৃতদেহ পরিত্যক্ত কুয়ার ভেতর ফেলে দেন অজ্ঞাত দুর্বৃত্তরা।নিহত যুবক উপজেলার খানপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। শনিবার দুপুর ১২টায় কুয়ার ভেতর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বিরামপুর থানার এসআই মমতাজুল ইসলাম জাগো নিউজকে জানান, নবীনুর ইসলাম প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে রতনপুর বাজারে যান। রাতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর শনিবার বাজারের রাস্তা সংলগ্ন ভুট্টা ক্ষেতের পরিত্যাক্ত কাঁচা কুয়ার ভেতরে নবীনুরের মৃতদেহ দেখতে পান। পরে পুুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুর্বৃত্তরা নবীনুরকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।এমজেড/আরআই