ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে মামুন (৩৩) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার মন্দবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের রহিস মিয়ার ছেলে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মামুন এলাকার চিহ্নিত ডাকাত। তিনি দীর্ঘদিন ধরে ভারতে পলাতক ছিলেন। সোমবার রাতে মামুন মন্দবাগ গ্রামে ঢুকলে স্থানীয়রা মামুনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মামুনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে কসবা থানায় পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তিনি একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস