দেশজুড়ে

ঝিনাইদহে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৮৫

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীসহ ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলায় নাশকতা, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীসহ ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নামে ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর