বগুড়ার দুপচাঁচিয়ায় ভূমিকম্পে হেলে যাওয়া মাটির সীমানা প্রাচীর ধসে মোর্শেদা বেগম (৫২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদা ওই গ্রামের ময়েজ উদ্দিন আকন্দের স্ত্রী।নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ভূমিকম্পে ময়েজ উদ্দিনের বসতবাড়ির মাটির সীমানা প্রাচীর বেঁকে হেলে যায়। ঘটনার পরপরই সীমানা প্রাচীর সংলগ্ন গোয়াল ঘর থেকে মোর্শেদা গরু বের করার সময় প্রাচীরটি ভেঙে তার ওপর পড়ে। এসময় তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এমজেড/আরআই