দেশজুড়ে

তিন সিটি নির্বাচনে ফেনী ফ্যাক্টর

২৮ এপ্রিল হতে যাচ্ছে দেশের তিন সিটি কর্পোরেশনের নির্বাচন। এ নির্বাচনে ফ্যাক্টর হবে ফেনীর ভোটাররা। বিশ্লেষকদের মতে বাংলাদেশের অগ্রসর জেলা ফেনীর বাসিন্দারা জীবিকা ও কর্মের প্রয়োজনে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে বসবাস করছেন। সেই হিসেবে এ তিন সিটি কর্পোরেশনে ফেনীর ভোটার সংখ্যা বেশী।এছাড়া ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালের পৈত্রিক বাড়ি ফেনী এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের বাড়ি ফেনীর পার্শ্ববর্তী নোয়াখালী হওয়ায় এ অঞ্চলের মানুষের কাছে এ নির্বাচন নিয়ে কৌতূহলের কমতি নেই। ইতোমধ্যে বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা ঢাকা ও চট্রগ্রামে দলীয় প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করতে চলে গেছেন।ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী চট্রগ্রামে আজম নাছিরের পক্ষে চট্রগ্রামের অলি-গলিতে ফেনীর লোকদের কাছে ভোটের প্রচারণা চালাচ্ছেন। একইভাবে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের জন্য গুলশান, বনানী উত্তরা মিরপুর এলাকায় ফেনীর ভোটারদের কাছে প্রচারণা চালাচ্ছেন।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকনের পক্ষেও পথসভাসহ নানা নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এ নেতা। একই চিত্র বিএনপি শিবিরেও দেখা যাচ্ছে ।ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ জাগো নিউজকে বলেন, ঢাকায় ফেনীর লোকজন বেশি থাকায় এবং এ জনপথের প্রার্থী থাকায় সিটি কর্পোরেশন নিয়ে ঢাকায় অবস্থানরত ফেনীর মানুষের আগ্রহ বেশি।চট্টগ্রামস্থ ফেনী সমিতির সভাপতি নুরনেওয়াজ সেলিম জাগো নিউজকে বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অনেক ক্ষেত্রে ফেনীর লোকজন ডোমিনেট করে তাই হিসেব অনুযায়ী চলতি সিটি নির্বাচনে ফেনীর প্রভাব থাকবে।এমজেড/আরআই