দেশজুড়ে

ওসিকে প্রত্যাহারের আল্টিমেটাম সাংসদের

আগামী এক মাসের মধ্যে ভাঙ্গা থানার অযোগ্য ওসিকে প্রত্যাহার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওসহ লাগাতার হরতালের হুমকি দিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। শনিবার বিকেল ৫টায় পূর্ব সদরদী-ঘারুয়ার রাস্তার উদ্বোধন শেষে এক গণ সংর্বধনা অনুষ্ঠানে সদরদী হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এই অনুষ্ঠানে আ. রব ব্যাপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, লাবলু মুন্সি, হাবিবুর রহমান, রাজা ফকির,আবু বকর সিদ্দিক মাষ্টার, মাহিদুল ইসলাম মুকুল, আসাদুজ্জামান লিটু প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লার সভায় ওসি নিরাপত্তা দিতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়েছেন, সে আবার কিভাবে জনগণের নিরাপত্তা দেবে? ওসিকে প্রত্যাহার করা না হলে আমার নিরাপত্তার জন্য পুলিশকে প্রত্যাখ্যান করলাম। আমার নিরাপত্তা দেবে জনগণ।শনিবারের এমপির ঘারুয়া মাঠের সমাবেশ স্থলে স্থানীয় যুবলীগ পাল্টা সমাবেশের আয়োজন করলে প্রশাসন উক্ত মাঠে ১৪৪ ধারা জারী করে। ফলে এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন পার্শ্ববর্তী সদরদী হাইস্কুল মাঠে সমাবেশ করেন।এমজেড/আরআই