দেশজুড়ে

চুরির অপবাদে গাছে বেঁধে নির্যাতন, গলায় জুতার মালা

লক্ষ্মীপুরের রামগতিতে মো. শিপন (১২) নামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রের মাথার চুল কেটে, মুখে কালি দিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। মাত্র ৪০ টাকা চুরির অপবাদ দিয়ে এ নির্যাতন করা হয়। এ ঘটনায় রামগতি থানায় মামলা হয়েছে। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেফতার আবদুল আলী ও জাবেদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে ৫ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরসীতা গ্রামের একটি খেজুর গাছের সঙ্গে শিপনকে বেঁধে নির্যাতন চালানো হয়। এ ঘটনায় সোমবার রাতে শিশুর বাবা রামগতি থানায় অভিযোগ দায়ের করেন।

শিশু শিপন রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরসীতা গ্রামের শ্রমিক সিরাজের ছেলে এবং উত্তর পশ্চিম চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

গ্রেফতার আবদুল আলী উপজেলার চরসীতা গ্রামের সুজা মিয়ার ছেলে ও জাবেদ একই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। মামলার অন্য আসামি জিয়াউর রহমান পলাতক রয়েছেন।

ওই শিশুর বাবা সিরাজ ও মা বিলকিস বেগম জানান, শিপন তার বন্ধুদের সঙ্গে মারবেল খেলছিল। এসময় খেলার স্থানের পাশে বাঁশের সঙ্গে ঝুলানো জিয়াউর রহমানের জামার পকেট থেকে ৪০ টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সন্দেহ করে টাকা চুরির অপবাদ দিয়ে শিপনকে খেজুর গাছের সঙ্গে বেঁধে বর্বর নির্যাতন করে। এসময় আসামিরা তার মুখে কালি মেখে মাথার চুল কেটে দেয়, গলায় জুতার মালা পরায় এবং হাত-পা বেঁধে রেখে কাপড় দিয়ে সকাল ৮টা থেকে থেমে থেমে দুপুর ২টা পর্যন্ত নির্যাতন চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, শিশু নির্যাতনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এআরএ/জেআইএম