দেশজুড়ে

অটোরিকশা চালককে চাপা দিয়ে বাস খালে

লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক অটোরিকশা চালককে চাপা দিয়ে খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে রিকশাচালক নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত রিকশাচালকের নাম রুবেল হোসেন (৪০)। মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভার আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ঢাকা থেকে রামগঞ্জগামী হিমাচল পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১১০৫০৩) দ্রুত গতিতে ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়।

এ সময় বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক রুবেল নিহত হন। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে।

আহত বাসযাত্রীদের ভাষ্যমতে, বাসের চালক পথিমধ্যে নেমে যায়। এ সময় তার সহযোগী বাসটি রামগঞ্জ টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেয়। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/এএম/জেআইএম