দেশজুড়ে

বগুড়ায় পেপার মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় অসাবধানবশত পেপার মিলের ফিতায় জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাহালু-বগুড়া রেললাইন সংলগ্ন সড়কের উপজেলার শীতলাই এলাকায় গোলাম কিবরিয়া পেপার মিলে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক শাহিনুর ইসলাম ওরফে শাহিন (২২) উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

শাহিনুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কারখানাটিতে ঢুকে পড়ে এবং অফিস কক্ষ, দরজা-জানালাসহ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পেপার মিলের ম্যানেজার আবদুর রশিদ জানান, অসতর্কতার কারণে মেশিনের কনভেয়ার বেল্টে শাহিনের হাত জড়িয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কাহালু থানা পুলিশের এসআই মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীপক্ষের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এফএ/আরআইপি