বগুড়ার বাঘোপাড়ার খোলারঘর এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক মুনসুর সরদার (৩৮)। তিনি সদরের চারমাথা গোদারপাড়া গ্রামের সোলাইমান আলী সরদার ছেলে।তার মরদেহটি দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের কেবিন থেকে কেটে বের করতে হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আহতদের সকলেই কোচের যাত্রী। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ পরিবহনের কোচটি (ঢাকা-মেট্রো, ব-১৪-৬৬৩৪) বেপরোয়া গতি চলছিল। বগুড়ার বাঘোপাড়া এলাকায় পৌঁছলে কোচের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এরপর দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৮-৩২০৪) সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুইটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে কমপক্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই মহাসড়কের উভয়পাশে শতশত যানবাহন আটকা পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত যান দুইটি উদ্ধার করে সরিয়ে নিলে সড়কে আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।
এআরএ/আরআইপি