লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমানের সংবর্ধনার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
সদর উপজেলার পার্বতীনগরের খিলবাইছা প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক ফোরামের ব্যানারে এ সংবর্ধনা আযোজন করা হয়।
খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এতে আয়োজকরা পার্বতীনগর ইউনিয়নের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা ও স্থানীয় ধর্ণাঢ্য ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
কয়েকজন শিক্ষক জানিয়েছে, সংবর্ধনা উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী কাজল ৬টি শিক্ষা-প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা উত্তোলন করেছেন। গত এক সপ্তাহ ধরে এ টাকা উত্তোলন করা হয়।
এর মধ্যে খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, খিলবাইছা বালিকা বিদ্যানিকেতন ও খিলবাইছা সিনিয়র মাদরাসা থেকে ২৫ হাজার টাকা করে ও খিলবাইছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ হাজার এবং বাংলাবাজার মহিলা দাখিল মাদরাসা, কাশেমুল উমুল নুরানী মাদরাসা ও মাছিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচ হাজার টাকা।
জানতে চাইলে খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোসেন বিষয়টি কৌশলে এড়িয়ে যান। বিষয়টিকে অভ্যন্তরীণ দাবি করে ২৫ হাজার টাকা চাঁদা দেয়ার কথা স্বীকার করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা চৌধুরী কাজল বলেন, শিক্ষা-প্রতিষ্ঠানগুলো থেকে টাকা নেয়া হয়নি। তবে প্রতিষ্ঠানের সভাপতি সংবর্ধনার জন্য টাকা দিয়েছেন।
যোগাযোগের চেষ্টা করলে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কাজল কায়েস/এআরএ/আরআইপি