দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের ছাতইল গ্রামে মাটি খুঁড়তে গিয়ে একটি প্রাচীন স্থাপনার সন্ধান পেয়েছে স্থানীয়রা। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেটি দেখতে প্রতিনিয়িত সেখানে ভিড় করছে।ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল নবী চৌধুরী বাদল জানান, কয়েকদিন আগে ছাতইল গ্রামের আইনুল ইসলাম তার জমি সংলগ্ন একটি জঙ্গল পরিষ্কার করে সেখানে মাটি খুঁড়তে গেলে প্রাচীন আমলের একটি ছোট স্থাপনা দেখতে পেয়ে আমাকে অবগত করে। এরপর বিষয়টি তাৎক্ষণিক ভাবে প্রশাসনকে অবগত করি।এমএএস/আরআই