বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে বাংলা নববর্ষ উদযাপন। পুরনো বছরের সকল গ্লানি মুছে নেচে-গেয়ে বাংলা নতুন বছর ১৪২৪ কে বরণ করে নিচ্ছেন সবাই।
নববর্ষ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান।
মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় ফারুকি পার্ক সংলগ্ন ডিসি মেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাতি সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এদিকে, নববর্ষ উপলক্ষে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী ‘ব্রেভার-সাহিত্য একাডেমি’ বৈশাখী উৎসব। সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এ উৎসবের উদ্বোধন করবেন। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগোনিউজ২৪.কম’ ও ‘জাগো এফএম’।
এছাড়া উৎসবের সার্বিক সহযোগীতায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠি প্রাণ-আরএফএল গ্রুপের ভোগ্য পণ্য ‘ব্রেভার’ মল্ট বেভারেজ ড্রিংক, ভিগো ইলেক্ট্রনিক হোম অ্যাপলিয়েন্সেস ও প্রাণ চিনিগুড়া চাল।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস