দেশজুড়ে

ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভুল অপারেশনে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অপারেশনের চারদিন পর বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম রিভা আকতার। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মালসন গ্রামের বিপ্লবের স্ত্রী।

নিহতের পরিবারের দাবি, ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু হয়েছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিকভাবেই অপারেশন ও চিকিৎসা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার নওগাঁ শহরের ‘মান্দা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ বাচ্চা প্রসবের জন্য রিভা আকতারকে ভর্তি করা হয়। বেলা ২টার দিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন রিভা।

সিজার অপারেশন করেন নওগাঁ সদর হাসপাতালের গাইনি ডা. মাহফুজা খাতুন। অ্যানেসথেসিয়া ছিলেন জেলার বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাহমিদুর রহমান।

সিজারের পর থেকে প্রসূতির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সন্ধ্যায় এক ব্যাগ রক্ত দেয়া হয়। এছাড়া প্রসূতির প্রসাবও বন্ধ হয়ে যায়। ওদিন রাত ১২টার দিকে প্রসূতি যন্ত্রণায় অস্বস্তি বোধ করলে ক্লিনিকের পরিচালক আবদুস সাত্তার নিজেই প্রসূতির সেলাই খুলে আবারও সেলাই করেন। ফলে দুবার অস্ত্রপ্রচার করা হয়।

পরদিন মঙ্গলবার আশঙ্কাজন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রসূতির।

নিহতের বড় বোন রিমা আকতার বলেন, রিভাকে দুবার অপারেশন করা হয়েছে। বোনের অস্থিরতা দেখে বারবার ক্লিনিক মালিককে জানিয়েছি। তারপরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ক্লিনিক পরিচালক আব্দুস সাত্তার বলেন, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই অপারেশন করা হয়। অপারেশনে কোনো ধরনের ত্রুটি হয়েছে কিনা ডাক্তাররাই ভালো জানেন।

তবে নওগাঁ সদর হাসপাতালের গাইনি ডা. মাহফুজ খাতুন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আব্বাস আলী/এএম/পিআর