দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়িচাপায় বাচ্চু মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলার আইরল গ্রামের।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূকন কবির দুর্ঘটনায় নিহত ব্যক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে বৈশাখী মেলায় ঘুরে বাচ্চুসহ কিছু যুবক পিকআপভ্যানে গান বাজিয়ে নাচানাচি করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তাদের বাড়িতে ফিরছিল।

নাচানাচির একপর্যায়ে কুট্টাপাড়া এলাকার সোপান সিএনজি পাম্পের সামনে সামনে বাচ্চু অসাবধানতাবশ পিকআপভ্যান থেকে নিচে পড়ে গেলে অপর একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর