নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের গাঙপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিল্লাল, আবুল হোসেন, রাসেলসহ একজন অজ্ঞাত নারী। এ দুর্ঘটনায় আহত হন আরো ৬ জন।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
পুলিশ জানায়, ঢাকার কেরানিগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের গাঙপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়।
পরে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরো ৩ জনের মৃত্যু হয়।
সঞ্জিত সাহা/এফএ/এমএস