বিনোদন

প্রিয়মুখ নিয়ে আফজাল হোসেন

অনেক সময় গিয়েছে, বয়স হয়েছে। তাতে কী এসে যায়! আজও নাট্য ব্যক্তিত্ব আফজাল হোসেন তার ভক্তদের কাছে প্রিয় মুখ। বরং বলা চলে তার জনপ্রিয়তা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। সেই আফজাল হোসেন যেমন সবার প্রিয়, তেমনি তারও কিছু প্রিয় মানুষ আছেন বিনোদন অঙ্গনে। আফজাল ও তার প্রিয় শিল্পীদের নিয়ে সাজানো হচ্ছে ঈদের বিশেষ অনুষ্ঠান। নাম ‘আফজাল হোসেন ও তার প্রিয় মুখ’।অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী-নির্মাতা তানিয়া হোসেন। এতে অংশ নিয়েছেন মডেল নোবেল, অভিনেত্রী তানভীর সুইটি, অপি করিম ও অভিনেতা সজল। বেসরকারি চ্যানেল আরটিভিতে আগামী রোজার ঈদে প্রচারিত হবে অনুষ্ঠানটি।এলএ/পিআর