বগুড়া পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে হযরত আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুর আড়াইটায় নিশিন্দারা মণ্ডলপাড়া আমবাগানে এই ঘটনা ঘটে।
পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত যুবক মণ্ডলপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের পাবারিবারিক সূত্র জানায়, বিগত পৌরসভা নির্বাচনে হযরত স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করে হেরে যায়। তখন থেকেই তার বিপক্ষে একটি গ্রুপ সক্রিয় ছিল। তবে এলাকাবাসী জানায়, খুনের ঘটনার পেছনে এলাকায় আধিপত্ব বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করার কারণ রয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের ওসি তদন্ত আসলাম আলী জানান, খুনের কারণ জানা যায়নি। তবে এটি পরিকল্পিত এটা বোঝা যায়। হত্যাকারিদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এমএএস/পিআর