ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়ায় নির্মাণাধীন ব্রিজ ধসে চাপা পড়ে হেলাল (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুই শ্রমিক। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে। নিহত শ্রমিকের বাড়ি কুষ্টিয়ায়। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম জানান, ব্রিজের ঢালাই কাজ চলার সময় হঠাৎ করে ব্রিজটি ধসে যায়। এতে ব্রিজের নিচে থাকা শ্রমিক বেলাল চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমএএস/আরআইপি