নেত্রকোনার মদনে রানা বিশ্বাস (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন। রোববার রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদ্মশ্রী পশ্চিম পাড়ায় বাড়ির পেছনে ধান পাহারা দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে কৃষক রানা বিশ্বাস নিজ বাড়ির পিছনে ধানের খোলা পাহারা দিতে যায়। সকালে বাড়ি ফিরতে দেরি দেখে তার স্ত্রী রুমা বিশ্বাস ধানের খলায় গিয়ে দেখেন স্বামীর ক্ষত-বিক্ষত দেহ পড়ে আছে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কুদ্দুছ রানা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রুবেল বিশ্বাস জাগো নিউজকে জানান, কে বা কারা আমার বাবাকে হত্যা করেছে তা দেখিনি। তবে আমার ধারণা পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জাগো নিউজকে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। খুনের সঙ্গে কারা জড়িত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কামাল হোসাইন/এফএ/পিআর