সড়ক দুর্ঘটনারোধ ও নিয়মতান্ত্রিকভাবে যান চলাচলের প্রত্যয় নিয়ে দেশব্যাপী অভিযান চলছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরাতেও চলছে বিআরটিএ’র বিশেষ অভিযান।
সোমবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এর আগে রোববার থেকে এ অভিযান পরিচালনা শুরু হয়।
এ সময় মোটরযান থেকে অননুমোদিত বাম্পার, অ্যাঙ্গেল, ধারাল হুক খুলে নেয়া হয়। পাশাপাশি মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫১ ধারায় ৭টি মোটরযানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিশেষ এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী।
বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী বলেন, জনসচেতনতা তৈরি ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আকরামুল ইসলাম/এএম/এমএস