দেশজুড়ে

ঝিনাইদহে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতউর রহমানের ঘুষ, দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ডিজি অফিসের প্রতিনিধি দল বিষয়টি তদন্তে আসেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে মো. ইউসুফ আলী রিসোর্স পার্সন ট্রেনিং কনসালটেন্ট মঙ্গলবার তদন্তে এসেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক সূত্র জানায়, তদন্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। তার বিরুদ্ধে অভিযোগের অনেক সত্যতা মিলেছে। মঙ্গলবার জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ওই শিক্ষা অফিসারের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর শিক্ষকসহ সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। শিক্ষা অফিসের একজন এটিও ডিজি অফিসের প্রতিনিধি আসার বিষয়ে নিশ্চিত করেছে।

এ বিষয়ে আতাউর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটু সমস্যায় আছি। পরে কথা বলবো, এখন রাখি।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর