দেশজুড়ে

বিজয়নগরে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মো. শাহিদ মিয়া (৬২) ও ফারজানা বেগম (২৬) নামে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার দুপুরে উপজেলার আদমপুর গ্রামোর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক শাহিদ মিয়া মধ্যপাড়া এলাকার মৃত আতাউর রহমান ভূইয়ার ছেলে ও ফারজানা একই এলাকার রাজিম মিয়ার স্ত্রী। আটকরা মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে ১২ বিজিবি ব্যাটালিয়নের সহযোগিতায় বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিম মিয়ার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

তবে রাজিম অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার ঘর থেকে ৩০ কেজি গাঁজাসহ তার বাবা শাহিদ মিয়া ও স্ত্রী ফারজানা বেগমকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকরা রাজিমের মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর