দেশজুড়ে

বুড়িমারী কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অবৈধ পণ্য আটকের ঘটনায় কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুবেল (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে এই হামলা চালানো হয়।

বন্দর সূত্রে জানা গেছে, গত শনিবার বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবৈধ পণ্য পারাপারের সময় কাস্টমস কর্মকর্তারা একটি ট্রাককে আটক করে। এ ঘটনায় জের ধরে স্থলবন্দরে দুর্বৃত্তরা ওই কর্মকর্তার ওপর হামলা চালায়। পরে বুড়িমারী স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাকিবুল ইসলাম ওই দিনই বাদী হয়ে পাটগ্রাম থানায় অজ্ঞাত ৩০/৪০ নামে একটি মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে ওই মামলায় একজনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেলে দুর্বৃত্তরা আবারও কাস্টমস অফিসে হামলা চালায়। হামলায় কাস্টমস অফিসের সোহেল রানা নামে এক কর্মচারী গুরুতর আহত হয়। পরে তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বর্তমানে বুড়িমারী স্থলবন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোন সময় আবারও দুর্বৃত্তরা হামলা চালাতে পারে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা আশঙ্কা করছেন। বুড়িমারী স্থলবন্দরের সার্বিক নিরাপত্তার জন্য সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) রিজভী আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা খুবই দুঃখজনক যে, দেশের বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে কাস্টমস কর্মকর্তারা অবৈধ পণ্য আটক করেছে এ ঘটনায় আমাদের প্রশংসা না করে বরং দুর্বৃত্তরা উল্টো আমাদের ওপর হামলা চালায়।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রবিউল হাসান/এআরএ/জেআইএম