দেশজুড়ে

আশুগঞ্জে মন্ত্রীর সমাবেশ নিয়ে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সমাবেশকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রীর সমাবেশের আগের দিন (বুধবার) সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটি পক্ষ সমাবেশের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে।

তবে সমাবেশের আয়োজক পক্ষ বলছে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেই সমাবেশ হচ্ছে। এতে মন্ত্রী ছায়েদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খোঁজ নিয়ে জানা যায়, সুধী সমাবেশের অতিথি তালিকায় জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নাম নেই। এমনকি তালিকায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ককেও রাখা হয়নি। দাওয়াতও দেয়া হয়েছে বেছে বেছে আওয়ামী লীগের নেতা-কর্মীকে।

এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বিরোধের বিষয়টি আবারও সামনে চলে এলো।

এর আগে জেলা আওয়ামী লীগের মূল অংশকে ছাড়াই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রধান অতিথি করে প্রায় এক মাস আগে সংবর্ধনা অনুষ্ঠান হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের ব্যাপক সমালোচনা করা হয়। পরে গণহত্যা দিবসের অনুষ্ঠানে মৎস্য মন্ত্রী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের তুলোধুনো করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সমাবেশের ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী ছফিউল্লাহ মিয়া জানান, সুধী সমাবেশের সঙ্গে তিনি অবগত নন। এটার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

তবে সুধী সমাবেশের সভাপতি ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক হানিফ মুন্সি জানান, মন্ত্রী সমাবেশ করতে ইচ্ছা পোষণ করায় আমরা সহযোগীতা করছি। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেই এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আজিজুল সঞ্চয়/এআরএ/জেআইএম