দেশজুড়ে

বাসের ধাক্কায় ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা নিহত

নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের কাছে বাসের ধাক্কায় আনারুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে নীলফামারী-ডোমার সড়কে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদে অদূরে এ দুর্ঘটনা ঘটে। তিনি পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা এবং একই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে আনারুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে ছেড়ে আসা রংপুরগামী এইচএ এন্টারপ্রাইজ ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বাসচাপা পড়া মোটরসাইকেল আরোহী আনারুল ইসলামকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসাপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

জাহেদুল ইসলাম/এএম/জেআইএম