গাইবান্ধায় বেসিক ওয়ার্কসপ অন ডিজিটাল ফটোগ্রাফি শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে। ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ভিডিং মেট এ কর্মশালার আয়োজন করে।গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় ২০ জন তরুণ ফটোগ্রাফার অংশ নেয়। দু`দিনের এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আসাদুজ্জামান সজল, কুদ্দুস আলম ও ফেরদৌস অনিক। কর্মশালায় ডিজিটাল ফটোপ্রাফির বিভিন্ন দিক হাতে কলমে শেখানো হয়। এর আগে ২৭ এপ্রিল সকালে কর্মশালা শুরু হয়। এসএস/আরআইপি