ফরিদপুরের ভাঙায় নব নির্মিত ব্রিজ ঢালাইয়ের সময় সেটি ভেঙে শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার ও দুই মিস্ত্রির নামে মামলা হয়েছে। নিহত শ্রমিকের ভাই হারুন শেখ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর হেড মিস্ত্রি মো. মিঠুন, রড মিস্ত্রি মো. সবুজকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আটকদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বরইচালা গ্রামে। ঠিকাদার আওয়ামী লীগ নেতা মো. শামীম চোকদারকে পুলিশ এখনো আটক করতে পারেনি। সোমবার ব্রিজ ভেঙে মারা যান শ্রমিক হেলাল। এমজেড/এমএস