সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুকুর খননকালে হাতির কঙ্কাল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে কোড়া গ্রামে শ্রমিকরা পুকুর খনন করার সময় হাতির কঙ্কালটি উদ্ধার করা হয়। পুকুরটি এলাকার শেখ আব্দুল হামিদের।
শ্রমিকরা জানান, ২/৩ দিন আগে মাটিকাটার কাজ শুরু করি। সকালে মাটিকাটার শুরুর সঙ্গে সঙ্গে কঙ্কালটির সন্ধান পাওয়া যায়। হাতির পা, মেরুদণ্ডসহ দেহের অংশ পাওয়া গেছে। বালুর মধ্যে হাড়গুলো থাকায় অক্ষত রয়েছে। অনেক পুরনো হতে পারে হাতির কঙ্কালটি।
দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জাগো নিউজকে বলেন, ঘটনাটি জানার পর উদ্ধার হওয়া হাড়গুলো থানায় নিয়ে আসা হয়েছে। হাড়গুলো কোন পশুর হতে পারে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম