কণ্ঠের জাদুতে তিনি জয় করেছেন কোটি শ্রোতার মন। কখনও প্রেমিকার জন্য প্রেমিকের পথ চেয়ে থাকা, কখনো মান অভিমান এভাবেই নানা কথায় আর সুরে তিনি জায়গা করে নিয়েছেন মানুষের মনের অন্তরে। তিনি হচ্ছেন ইলিয়াস। গানের ভুবনের এই মানুষটি বেশ হাসিখুশি। গান ছাড়াও আছে তার একটি নিজস্ব জগৎ। তার সেই ভুবনে তিনি কেমন ভাবে সময় কাটান, তার পছন্দ, ভালোলাগা, ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়েই আমাদের এবারের আয়োজন। তার কাছে ফ্যাশন মানে কি? তিনি তার জীবনে ফ্যাশনকে কীভাবে তুলে ধরনের তাই নিয়ে তিনি কথা বলেন জাগো নিউজের সাথে।
প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করেন তিনি। এতে কাজ খুব সহজেই গুছিয়ে নেয়া যায়। এছাড়া ইলিয়াস প্রতিদিন তার ভাতিজাকে নিজে গাড়ি চালিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। এরপর বাসায় এসে পরিবারের সবার সাথে নাস্তা করে। নাস্তার পরে তিনি তার গান কিংবা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সারাদিন তার বেশ ব্যস্ততায়ই কাটে। তবে এ ব্যস্ততার ভিড়ে তিনি যখন অবসর পান তখনই নানা ধরনের গান শোনেন। এছাড়া ছায়াছবি দেখতে ভালোবাসেন তিনি। ছুটিতে পরিবারের সাথে সময় কাটাতেই ভালোবাসেন তিনি।
ঝাল কম এমন খাবার খেতে ভালোবাসেন ইলিয়াস। তার প্রিয় খাবারের তালিকায় সবার আগেই যে খাবারের নাম আসে তা হচ্ছে ফ্রাইড রাইস। এছাড়া তিনি সকালের নাস্তায় রুটি, ডিম ভাজি, সবজি। দুপুরে ভাত, ডাল, মাছ, মাংস। আর রাতের খাবারে হালকা কিছু খান। তিনি বেশ স্বাস্থ্য সচেতন। শরীরচর্চার জন্য তিনি নিয়মিত জিমে যান।
ইলিয়াসের শখ গাড়ি ড্রাইভ করা। তিনি বিভিন্ন ধরনের আর ব্র্যান্ডের গাড়ি চালাতে ভালোবাসেন। এছাড়া নিত্য নতুন গাড়ি চালাতে আর কিছুদিন পরপর নতুন গাড়ির জন্য পুরানো গাড়ি পাল্টাতে পছন্দ করেন তিনি। তার পছন্দের অনুষঙ্গ ব্লেজার। এছাড়া নাইকের জুতা পরতেও ভালোবাসেন তিনি। তার পছন্দের ব্যক্তি তার বাবা। পছন্দের লেখক হুমায়ূন আহমেদ। প্রিয় গায়ক জাস্টিন বিবার আর গায়িকা লেডি গাগা। পছন্দের নায়ক রাজ্জাক আর অভিনেত্রী শাবানা। তার পছন্দের সিনেমা ঘোস্ট রাইডার।
ইলিয়াসের কাছে ফ্যাশন মানে কী তা জানতে চাইলে তিনি বলেন, ফ্যাশন হচ্ছে নিজের কাজের মাঝে সৌন্দর্য ফুটিয়ে তোলা। শুধু পোশাকেই মানুষের ফ্যাশন প্রকাশ হয় না, আচার-আচরণ, চলাফেরাও ফ্যাশনের একটি বড় অংশ।
এইচএন/আরআইপি