কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত করেছেন কেন্দ্রীয় কমিটি। স্থানীয় প্রশাসন কাউন্সিলের অনুমতি না দেয়ায় ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপির সম্মেলন আয়োজন করেছিল নেতারা।
সম্মেলন উপলক্ষে রোববার সকাল থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জেলার ২২ জন কাউন্সিলরসহ কয়েকশ’ নেতাকর্মী জড়ো হয়েছিল।
প্রায় চার ঘণ্টা আলোচনা শেষে কেন্দ্রীয় নেতারা ঘোষণা করেন জেলা সম্মেলন জেলাতেই অনুষ্ঠিত হবে। রোববার সম্মেলন স্থগিত করা হয়েছে।
তবে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে জেলার নেতৃত্ব নিয়ে দুই গ্রুপ প্রকাশ্যে অবস্থান নেয়ায় সম্মেলন করতে ব্যর্থ হয়েছেন কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। নতুন কমিটি গঠন নিয়ে কয়েক বছর আগে থেকেই তোড়জোড় শুরু হয়।
সম্প্রতি শহর বিএনপির কমিটি গঠন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে প্রকাশ্যে বিভেদ দেখা দেয়। দুই নেতার দ্বন্দ্বের কারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
নেতাদের গ্রুপিংয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে জেলার সাবজেক্ট কমিটির সদস্যরাও। সাবজেক্ট কমিটির প্রায় সকল সদস্যই সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে সমর্থন করেন।
তবে সভাপতি পদে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যাপক শহিদুল ইসলামকে নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন কমিটির সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবজেক্ট কমিটির এক সদস্য জানান, জেলার সাবজেক্ট কমিটির ২২ জন সদস্যই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলনে। সম্মেলনে সভাপতি নির্ধারণ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে সাবজেক্ট কমিটির সদস্যরা। দুই পক্ষ প্রকাশ্যে অবস্থান নেয়ায় কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করে দেন।
জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, জেলার সম্মেলন জেলাতেই আয়োজন করার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সকল উপজেলা ও পৌর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করে জেলার সম্মেলনের তারিখ ঘোষণা করতে বলেছেন নেতারা। জেলার সব উপজেলা ও পৌর কমিটির সকল সদস্যদের নিয়েই সম্মেলন করতে হবে।
আল-মামুন সাগর/এএম/আরআইপি