দেশজুড়ে

গিলাবাড়ি সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার শিকারি গ্রাম থেকে এক যুবকের গুলবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গিলাবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত সাইদুল ইসলাম (২৮) জেলার ভোলাহাট উপজেলার শিকারি গ্রামের এরফান আলীর ছেলে।

ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন রেজা নিহতের বাবা এরফান আলীর উদ্ধৃতি দিয়ে জানান, রোববার দিবাগত রাত ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ গুলি করে। এসময় সাইদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে তার সঙ্গীরা সাইদুলের মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসে। এ সংবাদ পেয়ে রাত সাড়ে ৩টার দিকে নিহতের বাড়ির সামনে থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠাই। তার পেটের ডান দিকে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, বিষয়টি তারা শুনেছেন। নিহতের বাড়ি সীমান্ত থেকে সাড়ে চার কিলোমিটার দূরে। তার বাড়ির সামনে মরদেহ পাওয়া গেছে।

বিএসএফের গুলিতে মারা গেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যদি বিএসএফের গুলিত মারা যায় তবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো।

আব্দুল্লাহ/এফএ/জেআই্এম