শেরপুরে শিশু চালকের অটোরিকশা চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা হায়তন নেছা (৬০) কামারেরচর ইউনিয়নের দশানীপাড়া মন্ডল বাড়ির জিয়ার মন্ডলের স্ত্রী। শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য দিয়ে তিনি বলেন, সোমবার দুপুরে হাবিবুল্লাহ (১৪) নামের এক শিশুচালক শহরের নতুন বাস টার্মিনাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে কামারেরচর বাজারে রওনা দেয়।
দ্রুতগতির অটোরিকশাটি বাজার এলাকায় এসে পথচারী গৃহবধূ হায়তন নেছাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই বৃদ্ধা হায়তন নেছা মারা যান।
হাকিম বাবুল/এএম/পিআর