আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পরিচালক আশরাফ সিদ্দিকী বিটুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়। আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পদত্যাগের শর্ত পূরণ সাপেক্ষে এ নিয়োগ চূড়ান্ত হবে।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আশরাফ সিদ্দিকী বিটুর গ্রামের বাড়ি ময়মনসিংহ শহরের মাসকান্দায়। তার বাবা আবু বকর সিদ্দিকী পেশায় একজন আইনজীবী।
এমএমএ/ওআর/ওআর/এমএস