দেশজুড়ে

হাওরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার : ত্রাণমন্ত্রী

নেত্রকোনার ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শনের লক্ষে দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি মতবিনিময় সভা করছেন।

সোমবার রাত ৮টার দিকে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হাওরাঞ্চলসহ জেলার দশ উপজেলায় আগাম বন্যায় ক্ষয়ক্ষতি ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় জেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা দুর্যোগপূর্ণ এলাকায় করণীয় বিষয়গুলোকে গুরুত্বসহকারে তুলে ধরেন।

এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ হাওরের জেলেদের আগামী এক বছর সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান।

দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সঞ্চালনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলার সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কামাল হোসাইন/আরএআর/জেআইএম